এডুকেশন টাইমস ডেস্ক: ফরিদপুরে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে একই পরিবারের রয়েছেন পাঁচজন।
স্থানীয়দের তথ্যমতে, এ স্থানটি দুর্ঘটনাপ্রবণ। গত এক বছরে প্রায় দেড় শতাধিক সড়ক দুর্ঘটনা এখানে ঘটেছে। তারা জানান, সড়কটি উচুঁনিচু ও কিছু ভাঙাচোরা থাকায় এ ঘটনা ঘটতে পারে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কানাইপুরের দিগনগর গ্রামের বাসিন্দা মরিয়ম বলেন, সকালে ঘুম থেকে উঠে বিকট শব্দে রাস্তায় গিয়ে মর্মান্তিক দৃশ্যটি দেখতে পাই। তিনি আরও বলেন, ঘটনাস্থলে আসার পর বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। গাড়িটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় পিকআপটি বাসটির মাঝামাঝিতে এসে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, সকালে বিকট শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখি রাস্তায় বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের যাত্রীসহ ঘটনাস্থলে ১১ জন, হাসপাতালে নেওয়ার পর দুজন মোট ১৩ জন মারা যান।
তিনি বলেন, ঈদের আগের থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৫-২০টি দুর্ঘটনা ঘটেছে। রাস্তা উঁচুনিচুর কারণে এসব দুর্ঘটনা ঘটে।
তবে সড়ক ও জনপদ বিভাগের (গোপালগঞ্জ জোন) প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, সড়কের অবস্থা ভালো আছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে এ মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
এসআই/
মন্তব্য করুন