শাবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরিতে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিলসহ একদফা দাবি আদায়ে সাড়ে ৫ ঘণ্টা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করার পর সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ছেড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) বিকাল ৫টায় সিলেট-সুনামগঞ্জ রাস্তা ছাড়েন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
এই সাড়ে ৫ ঘণ্টা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ফলে অচল হয়ে পরে সিলেট সুনামগঞ্জ চলাচল। পথচারীরা হেটে হেটে রাস্তা পার হয়। তবে পরিক্ষার্থী ও রোগী বহনকারী এম্বুলেন্স নির্বিঘ্নে চলাচল করতে সহযোগিতা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারেনা। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেুতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
এসআই/
মন্তব্য করুন