নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে (ছাত্র সংসদ ছাড়া) লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর দস্যুবৃত্তির অবসান হওয়া জরুরি। আমার বিশ্বাস, এটা প্রায় সব অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবি।’ তিনি বলেন, পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি।
পোস্টে শায়খ আহমদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।
এসএস/
মন্তব্য করুন