এডুকেশন টাইমস ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের দুই থেকে আড়াই মাস ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই)। বাংলাদেশসহ যে কোনো দেশের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর ২০২৪।
লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই) টেক্সাসের হিউস্টনের দক্ষিণ-পূর্ব দিকে নাসা জনসন স্পেস সেন্টারের কাছে অবস্থিত। এলপিআই সামার ইন্টার্ন প্রোগ্রাম স্নাতকের শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণা করার জন্য বিজ্ঞানীদের কাছ থেকে শেখা এবং গ্রহ বিজ্ঞানবিষয়ক ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ প্রদান করে। যদিও সব বিষয়ের স্নাতকে অধ্যয়নরত অথবা স্নাতক ডিগ্রিধারীরা এই ইন্টার্ন প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন না। তবে যাদের স্নাতকে ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বা গণিত প্রধান বিষয় হিসেবে ছিল সেসব শিক্ষার্থীদের আলাদাভাবে বিবেচনা করা হবে।
সুযোগ-সুবিধা—
*ইন্টার্নশিপ চলাকালীন সময়ে ভ্রমণ, আবাসন ও জীবনযাত্রার খরচ হিসেবে এককালীন ৮০৫৬ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ ৬৩ হাজার ১৪৩ টাকা) প্রদান করবে;
*রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান;
*ইন্টার্নশিপ চলাকালীন সময়ে ভ্রমণ খরচের জন্য অতিরিক্ত $ ১৫০০ মার্কিন ডলার প্রদান করবে;
আবেদনের যোগ্যতা—
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*স্নাতক পর্যায়ে অধ্যানরত অথবা স্নাতক ডিগ্রীধারী হতে হবে। (কমপক্ষে ৫০ ক্রেডিট ওয়ার থাকতে হবে);
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (আইইএলটিএস/টোফেল/মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ থাকতে হবে);
দরকারি কাগজপত্র—
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*ইংরেজিতে দক্ষতার সনদ;
*২টি রেফারেন্স লেটার;
আবেদন যেভাবে—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৪;
এসএস/
মন্তব্য করুন