বছরের ৩ মাসে বেকার বেড়েছে এক লাখ ২০ হাজার
ডেস্ক রিপোর্ট: ২০২৩ সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। গত বছরের প্রথম প্রান্তিকের (মার্চ-জানুয়ারি) তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ২০ হাজার। সরকারি হিসাবে দেশে বেকারের সংখ্যা এখন ২৫ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে। তবে কমেছে নারী বেকারের সংখ্যা।
সোমবার (৬ মে) ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
বিবিএসের হিসাব অনুসারে, বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ। এদিকে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে। বিবিএস হিসাব অনুসারে, গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (মার্চ-জানুয়ারি) সময়ে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। এখন নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার।
কর্মকর্তারা জানান, শহর ও পল্লী এলাকায় দেশব্যাপী ১২৮৪টি নির্বাচিত নমুনা এলাকায় সর্বমোট ৩০ হাজার ৮১৬টি খানায় ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এই ফলাফল তৈরি করা হয়েছে। বর্তমানে দেশের জনসংখ্যা ১৭ কোটি ২৯ লাখ। এর মধ্যে ১৫ ও এর ওপরে বয়সী কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ২০ লাখ ১০ হাজার। জরিপ অনুযায়ী শ্রমশক্তিতে রয়েছে মোট ৬ কোটি ৪ লাখ মানুষ। কিন্তু ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ছিল ৬ কোটি ১৩ লাখ মানুষ। অর্থাৎ শ্রমশক্তিতে জনসংখ্যা কমে গেছে। গত বছর প্রথম প্রান্তিতে (জানুয়ারি-মার্চ) ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ ছিল ২ কোটি ৭৩ লাখ। এ বছর প্রথম প্রান্তিকে এই সংখ্যা কমে হয়েছে ২ কোটি ৫৯ লাখ।
বিবিএস জানিয়েছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা শ্রমশক্তির বাইরে।
আরএন/
মন্তব্য করুন