নোবিপ্রবি প্রতিনিধি:
পর্যাপ্ত লাইটের ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক। ফলে দীর্ঘ প্রায় দুই মাস যাবৎ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, এতে করে নানান রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন যাবৎ প্রধান ফটকের নামফলকের লাইট নষ্ট থাকলেও এখন অব্দি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান ফটকের অন্ধকারাচ্ছন্ন সমস্যাটি ছাড়াও একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হিসাবে এটা কোনো ভাবেই মানানসই নয়। বিশ্ববিদ্যালয়ের একটি দৃষ্টিনন্দন আধুনিক প্রধান ফটক নির্মাণ নোবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি।
এই বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকলিমা হক সুলতানা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থাকবে আকর্ষনীয় এবং বিশেষ গঠনে। সেই তুলনায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম ফলকেও পর্যাপ্ত পরিমাণ লাইট এর ব্যবস্থা নেই। চারদিকে নানা রকম পোস্টার লাগানো থাকে, যা দেখে কোনো ভাবেই এটি একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বুঝায় যায় না। আধুনিকরণ এর ক্ষেত্রে, প্রধান ফটক দেখলেই যেন আমরা শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞানের ধারণা পাই এমন হওয়া উচিত।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের আরেক শিক্ষার্থী সাইদুল হক সায়মন বলেন, নোবিপ্রবির প্রধান ফটকের নামফলকটির লাইটিং অনেক আগে থেকেই নষ্ট আবার প্রধান ফটকে পর্যাপ্ত লাইট না থাকায় রাতে সেখান থেকে গাড়ি পাওয়া বা সেখানে গাড়িভাড়া দেওয়ার সময় সমস্যায় পড়তে হয়। একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলক এভাবে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকাটা মোটেও ভালো দেখায় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
এই বিষয়ে নোবিপ্রবি প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান বলেন, মেইন গেটে তিনজন আনসার দায়িত্ব পালন করে কিন্তু তারা কেউ এই বিষয়টি আমাদের জানায়নি আমরা জানার পর ডিপিটি কে বিষয়টা জানিয়েছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আধুনিক প্রধান ফটক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু নতুন উপাচার্য এসেছেন আমরা উনাকে এই বিষয়ে প্রস্তাব দিবো।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মো: শরিফ হোসেন বলেন, ছাত্র আন্দোলন ও বন্যার জন্য দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা অনেক কাজ শেষ করতে পারিনি। একাডেমিক বিল্ডিং ২ এর লিফটের সমস্যা থাকায় আমরা আগে সেটা ঠিক করার কাজ করছি যেহেতু বাজেট সল্পতা আছে আমরা উপাচার্য স্যারের সাথে কথা বলেছি পুকুর পাড়ের লাইটসহ ক্যাম্পাসে যেখানে লাইট দেওয়ার প্রয়োজন হবে আমরা সেখানেই দিবো।
এএকে /
মন্তব্য করুন