শাবিপ্রবি প্রতিনিধি: নরসিংদী জেলা হতে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহ পরানকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে শুভ চন্দ্র সরকার, সহসভাপতি হিসেবে আশরাফুল ইসলাম, নিলয় ভৌমিক, মোস্তাকিম, সাইমা জামান, ইমতিয়াজ ইসলাম বিজয়, চন্দ্রিকা বর্মন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাঈমা আক্তার ¯্নগ্ধিা, আফরোজ জাকিয়া আলভী, তমাল আব্বাসী, রুহুল আমিন নিলয় ও মো. আলীমুজ্জামানকে মনোনীত করা হয়েছে।
এছাড়া নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শাকিল, নাদিরা, ইসরাত জাহান ইপ্তি, আকাশ আহমেদ, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ রাসেল ও শফিক প্রধান, কোষাধ্যক্ষ হিসেবে কায়কোবাদ হোসাইন তানজিল, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মুক্তা মনি, রেহনুমা নাহরীন মীম, জাহিদ হাসান জয়, মোহাম্মদ মুখলেস, আসিফ ভুঁইয়া, ইমরান হোসাইন রুমী, ও ফাহাদ খাঁন মনোনীত হয়েছে।
দপ্তর সম্পাদক হিসেবে আরিফ সরকার, উপ-দপ্তর সম্পাদক হিসেবে জুয়েনা জুজু, রায়হান কবির ও ইরাম ফকির, ক্রীড়া সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম ও নাকিব, উপ-ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তানজীব শিবলু ও আশরাফুল ইসলাম সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ রানা আরিফ, ইসরাত জাহান, মরিয়ম ইসলাম জেনি, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রিতু অনন্যা, ইমরান তালহা ধ্রুব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম রিফাত , তাহসান তানজিম,বিথী সিনহা, দেলোয়ার হোসেন ইমরান, উপ-প্রচার সম্পাদক সানজিদা নূর সারা,উর্মি শেখ, আশরাফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আশিকুর রহমান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক বিজয় পাল মনোনীত হয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আরাফাত রাব্বি,জিহাদুল ইসলাম,রাকিবুল ইসলাম জিসান,ইমন মিয়া,নিশাত নূজহা পুণ্য,জুয়েল রানা, সাখাওয়াত হোসেন সিয়াম,মোশারফ হোসেন,নাফিউল হাসান, স্বপ্নিল,তানজিনা আফরাদ,মো.শাহীন মিয়া, নাদিয়া আরেফিন,আঁখি আক্তার,আলফি ভূইয়া তাফসির,শিলা আক্তার,শিহাবুর রহমান,ইশতিয়াক খান ও সৈয়দ খায়রুল হাসান রাতুল মনোনীত হয়েছেন।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা ও শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সায়েদ আব্দুল্লাহ যীশু। এতে নতুন নেতৃত্বের প্রতি নরসিংদীর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসএস/
মন্তব্য করুন