ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদ্যুৎ চলে গেলেই শুরু হয় এক অন্যরকম যুদ্ধ। তবে এই যুদ্ধে কোনো হতাহতের ঘটনা ঘটে না বরং হৃদ্যতা, ভ্রাতৃত্ব ও সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হয়। কী এই যুদ্ধ? বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো হল সাদ্দাম হোসেন হলকে ‘বস্তি’ এবং জিয়াউর রহমান হলকে ‘হাসপাতাল’ বলে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় স্লোগানের যুদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সবচেয়ে পুরাতন হল সাদ্দাম হোসেন হল। পুরনো হওয়ার কারণে এই হলকে বস্তি হল নামে পরিচিত শিক্ষার্থীদের কাছে।
এদিকে, জিয়া হল অন্যান্য হলের তুলনায় তুলনামূলক ছোট এবং ছোট রুমে তিনটি বেড থাকায় এই হল শিক্ষার্থীদের কাছে হাসপাতাল নামে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া হলের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে জিয়া হলে উঠি। একদিন মাকে হলের পরিবেশ ভিডিও কলের মাধ্যমে দেখাতে গেলে মা জিগ্যেস করে হলের খাট হাসপাতালে মত কেন। তখন আমি কোনো সদুত্তর দিতে পারি নি। যদিও তখন থেকে আমার কাছেও মনে হচ্ছিল এখানে হাসপাতালের পরিবেশ বিরাজমান।”
নাম প্রকাশে অনিচ্ছুক সাদ্দাম হোসেন হলের এক শিক্ষার্থী বলেন, ‘সাদ্দাম হোসেন হল সবচেয়ে প্রাচীন আর পুরনো হওয়ার ফলে এই হল বস্তি নামে পরিচিত। যখন কোন শিক্ষার্থী বলে আমি সাদ্দাম হোসেন হলে উঠতে চাচ্ছি অপর পাশ থেকে তার আরেক বন্ধু বলে বস্তিতে উঠবি।’
ঐতিহ্য নিয়ে আবাসিক শিক্ষার্থী জুবেল বলেন, “রাতে বিদ্যুৎ চলে গেলে কিছু মুহূর্তের জন্য বস্তি হাসপাতাল স্লোগানে একটা যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু এখানে কেনো হতাহতের ঘটনা ঘটে না। বরং হৃদ্যতা, ভ্রাতৃত্ব ও সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হয়। আমি চাই এই ঐতিহ্য অটুট থাকুক যুগযুগান্তর।”
এসআই/
মন্তব্য করুন