কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী বুধবার (২০ নভেম্বর) নবীনবরণ করা হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও নবীনবরণ আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব।
আহবায়ক কমিটির তথ্যমতে, ২০ নভেম্বর সকাল ৯ টায় নবীন শিক্ষার্থীদের টি-শার্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর সাড়ে ৯ টায় র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে ৯ টা ৪৫ মিনিটে কেক কাটা এবং ফটো সেশন সম্পন্ন হবে। ১০ টায় অতিথিরা আসন গ্রহণ করবেন। ১০ টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীত এবং এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে অতিথি এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।
নবীনদের বরণ শেষে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করা হবে এবং এরপর অতিথিরা বক্তব্য প্রদান করবেন। দুপুর সাড়ে ১২ টায় জলখাবারের জন্য বিরতি প্রদানের পর বিকাল ৪ টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
এই নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নবীনবরণ আয়োজক কমিটির আহবায়ক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মাহবুব।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।
তাছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম।
নবীনবরণ নিয়ে আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আনন্দিত যে, তারা আমাদের পরিবারের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখে এক বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করি এই আয়োজন নতুনদের জীবনের শুরুতেই আরও বেশি উৎসাহ এবং প্রেরণা জোগাবে।”
এসএস/
মন্তব্য করুন