এডুকেশন টাইমস
১৯ নভেম্বর ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকসুর আলোচনায় শিবির নেতারা, সভা বয়কট প্রগতিশীলদের

এডুকেশন টাইমস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন জাকসু নির্বাচন সংক্রান্ত এক আলোচনা সভায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেওয়ায় সভা বয়কট করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষকে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় পূর্ব ঘোষণা অনুযায়ী জাকসু নির্বাচন সংক্রান্ত দ্বিতীয়বারের মতো আলোচনা সভা আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। প্রথম সভায় উপস্থিত থাকা ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা থাকলেও সভায় বিনা আমন্ত্রণে শিবির নেতারাও অংশ নেয়। একপর্যায়ে এ নিয়ে প্রগতিশীল বিভিন্ন সংগঠন ও প্রশাসনের মধ্যে উত্তেজনা দেখা দিলে সব সংগঠনের প্রতিনিধিদের সাংগঠনিক পরিচয় দিতে বলা হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চারজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিবির নেতাদের উপস্থিতি নিয়ে ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিকে কারণ দেখিয়ে সভা মুলতবি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সোহেল আহমেদ।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জাবি ছাত্র ইউনিয়নের অমর্ত্য-ঋদ্ধ প্যানেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন, সাংস্কৃতিক জোট ও জাবি ছাত্রদলের নেতাকর্মীরা সভা বয়কট ঘোষণা করে শিবিরকে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে স্লোগান দিতে দিতে বের হয়ে যায়। এ সময় প্রগতিশীল সংগঠনগুলোকে বাকশাল ও মুজিববাদের সহযোগী আখ্যা দিয়ে পাল্টা স্লোগান দেয় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনসহ অন্যান্য ব্যানারের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি স্মরণ এহসান বলেন, জাকসু সংক্রান্ত আজকের আলোচনায় শিবির নেতারা উপস্থিত থাকায় টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক জোটের বেশিরভাগ সংগঠনের সিদ্ধান্ত প্রেক্ষিতে আমরা মিটিং বয়কট করে বের হয়ে আসি। প্রথমত, শিবির ধর্মভিত্তিক রাজনীতি করে আর সাংস্কৃতিক জোট সবসময় ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয়। সেক্ষেত্রে আমরা শিবিরের রাজনীতিকে সমর্থন করি না।

জাহাঙ্গীরনগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, জাবিতে কবির হত্যার ঘটনায় ২২টা ছাত্র সংগঠন মিলে ১৯৮৯ সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সে হিসেবে তারা ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পরিচিত। আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বসে আলোচনা করতে চাই না, তাই সভা বয়কট করেছি। কিন্তু আজকে আমাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি ব্যানারের লোকজন ‘বাকশাল ও মুজিববাদের সহযোগী’ বলে স্লোগান দিয়েছে। আমারা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা গত ১৬ বছর কোথায় ছিলেন? আমরা তো রাজপথে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলেছি।

জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের সংগঠক শোয়াইব হাসান বলেন, কতিপয় কিছু ভুঁইফোড় ছাত্র সংগঠন, যাদের নিজস্ব কোনো ম্যান্ডেট নেই এমন কিছু সংগঠনের নেতাকর্মীরা এখানে হট্টগোল করতে চেয়েছে। একপর্যায়ে আমরা ওয়াকআউট করতে বাধ্য হই। তারা যা করেছে তা নিন্দনীয়। তাদের কারণে জাকসু নিয়ে কোনো ফলপ্রসূ আলোচনা করা সম্ভব হয়নি।

প্রগতিশীল সংগঠনগুলোর সভা বয়কটের বিষয়ে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের কেউ কোনো মন্তব্য করেননি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে জাকসু নির্বাচন হোক। আমরা প্রয়োজন বিভাগ ও হল কেন্দ্রিক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবো।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

১০

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

১১

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

১২

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

১৩

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১৪

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১৫

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১৬

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৮

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৯

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

২০