ডেস্ক রিপোর্ট:
বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ এখনো চলছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে ৪টয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। অর্থাৎ, দুই ঘণ্টায়ও শিক্ষার্থীদের এ সংঘর্ষ থামেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সাড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপরপক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইট-পাটকেল ছুড়ছেন। ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত।
ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।
এ বিষয়ে কলেজের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আরএন/
মন্তব্য করুন