যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) ফিশারিজ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ফিশারিজ ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মানজুরুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী এস এম দোলেনুর করিম।
মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান অফিসে পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। উক্ত ভোটে মোট ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭ জন প্রার্থী এবং ভোটার সংখ্যা ছিলো ১৯৩ জন।
সকাল থেকেই বিভাগের অফিসের সামনে সকল বর্ষের শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন। এ সময় ভোটের পরিবেশ নিয়ে জানতে চাওয়া হলে ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন আহমেদ বলেন, ‘খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশে আমাদের ক্লাবের ভোট অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই ভোট এখন একটি মিলন মেলায় পরিণত হয়েছে।’
প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সুমন আলী বলেন, ‘সকল বর্ষের শিক্ষার্থীরা আমরা একসাথে একটা সুন্দর ভোট উৎসব উপভোগ করছি। এটা আমাদের বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আশা করছি প্রতি বছর এমন সুন্দর ভোট আমরা সবাইকে উপহার দিতে পারব।’
পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন। ফলাফলে দেখা যায় সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হন মানজুরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে ৭৬টি ভোট পেয়ে নির্বাচিত হন এস এম দোলেনুর করিম।
এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সমীরণ কুমার সরকার (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আবুল বশির (সাংগঠনিক সম্পাদক), মানবেশ রায় তন্ময় (কোষাধ্যক্ষ), আরিফ হোসেন (প্রচার সম্পাদক) এবং কার্যকরী সদস্য নির্বাচিত হন মোঃ হৃদয় হোসেন, তনুশ্রী অধিকারী তন্বী এবং মোঃ ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মণ্ডল বলেন, ‘খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচন সম্পন্ন করলাম। আমি আশা করি এই নির্বাচনের মাধ্যমে আমাদের বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা তৈরি হবে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হবে। যাতে তারা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে পারে। এই নির্বাচনের মাধ্যমে যে কমিটি আমরা পেয়েছি তাদের এবং বিভাগের অন্য সকল শিক্ষার্থীদের প্রচেষ্টায় আমরা আমাদের বিভাগকে আরো সুন্দর করে গড়ে তুলবো এবং সারা বাংলাদেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামকে বৃদ্ধি করার লক্ষ্যে আরো কাজ করবো।’
উল্লেখ্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন লাইসেন্স বিভাগটি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে চালু হওয়া চারটি বিভাগের মধ্যে একটি। বিভাগের শিক্ষার্থীদের ভিতরে নেতৃত্বের গুণাবলী তৈরি গণতান্ত্রিক ভাবধারা সৃষ্টি এবং বিভাগের শিক্ষাক্রমিক ও সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ ক্লাব।
এসআই/
মন্তব্য করুন