এডুকেশন টাইমস ডেস্ক:
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি) ফেলোশিপের আওতায় বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপ পেতে পারেন। ৩ বছর মেয়াদি এ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১ জুলাই পর্যন্ত।
যোগ্যতা ও শর্তাবলী:
* পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে পিএইচডি থাকতে হবে।
* সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেখাতে হবে।
* ৩ বছরের জন্য একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা:
* প্রতি মাসে উপবৃত্তি প্রদান করবে।
* পরীক্ষাগার সুবিধা।
* ভ্রমণ ভাতা।
* স্বাস্থ্যবীমা।
* জীবনযাপনের ভাতা এবং আবাসন সুবিধা।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* আবেদনকারীর সিভি।
* মোটিভেশন লেটার।
* ২টি পাবলিকেশন।
* ৩টি রিসার্চ প্রপোজাল।
* ২টি রেফারেন্স লেটার।
বিস্তারিত জানতে এখানে- ক্লিক করুন
ইএইচ/
মন্তব্য করুন