এডুকেশন টাইমস ডেস্ক:
পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২১ জুন) খাইবার পাখতুনখোয়ার খুররাম জেলার সাদ্দা এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
বিবৃতিতে জানানো হয়, দেশটির যে অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। সেখানে পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়। নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচজন সেনাসদস্য শহীদ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।
প্রসঙ্গত, এ মাসের শুরুতে একই ধরনের হামলায় একই প্রদেশের লাকি মারওয়াত জেলায় সাত সেনা নিহত হয়।
ইএইচ/
মন্তব্য করুন