এডুকেশন টাইমস ডেস্ক:
বুকার বিজয়ী স্পষ্টভাষী ভারতীয় লেখক অরুন্ধতী রায় ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কার জিতেছেন।ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে ১০ অক্টোবর এই লেখকের হাতে পিন্টার প্রাইজ তুলে দেওয়া হবে।
সাহিত্যে অসাধারণ প্রতিভার জন্য যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথের লেখকদের প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। ২০০৯ সালে নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে দাতব্য প্রতিষ্ঠান ইংলিশ পেন এই পুরস্কার প্রবর্তন করে। মূলত ইংলিশ পেন বাক-স্বাধীনতা ও সাহিত্য নিয়ে কাজ করে।
ভারতের কাশ্মীর নিয়ে ২০১০ সালে অরুন্ধতী রায়ের করা মন্তব্যের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার তাঁকে বিচারের মুখোমুখি করতে চায়। এদিকে তাঁর বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা অনুমতি দেয়ার ঠিক ১০ দিন পর তিনি এই পুরস্কারের জন্য ভূষিত হলেন৷ বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিমদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এবং ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার বিষয়টিও তিনি তাঁর লেখায় তুলে ধরেছেন।
এর আগে তিনি তাঁর সর্বাধিক জনপ্রিয় ‘দ্য গড অফ স্মল থিংস’ বইটির জন্য ১৯৯৭ সালে বুকার পুরস্কার জিতেছিলেন।
ইএইচ/
মন্তব্য করুন