ডেস্ক রিপোর্ট:
রাজধানীর শাহবাগে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানরত পুলিশের সঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
দুপুর ১২টা থেকেই শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করে রাখে। পাশাপাশি পুলিশও শক্তভাবে অবস্থান নেয়। অবরোধ চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের একজনের সঙ্গে একজন পুলিশ সদস্যের উচ্চবাচ্য হয়। এসময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবস্থানরত পুলিশের দিকে তেড়ে যান।
তবে আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজন গিয়ে তাদের শান্ত করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্যে করে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিচ্ছেন।
আরএন/
মন্তব্য করুন