এডুকেশন টাইমস ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী হলের সীমানা দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকাল সাড়ে তিনটা থেকে ইফতারের সময় পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
প্রশাসনের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে চলে ওই সংঘর্ষ। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে স্ট্যাম্প, ব্যাট, সাইকেলের চেইন, লাঠিসোঠা এবং দেশীয় অস্ত্র হাতে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।
এ ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফ রিয়াদের অনুসারী ইসতিয়াক ইউসুফ ঈশান, শাহরিয়ার খন্দকার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের অনুসারী শাহিন সুমনের মাথা ফেটে গেছে।
এছাড়া দুই গ্রুপের কমপক্ষে ১০ জন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে।
এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এসআই/
মন্তব্য করুন