আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে মিত্র বলে দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তালেবান রাশিয়ায় নিষিদ্ধ সংগঠন হলেও পুতিন বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তালেবান মস্কোর অন্যতম মিত্র, কারণ তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে।
পুতিন বলেছেন, আমাদের অবশ্যই মেনে নিতে হবে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী। কারণ যেকোনও কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২০০৩ সাল থেকে তালেবানকে রাশিয়ায় নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে মস্কো। গত মাসে তালেবান সরকারের সঙ্গে ‘সম্পর্ক গড়ে তুলতে’ মস্কোর প্রতি নির্দেশ দেন পুতিন।
পুতিন বলেছেন, তালেবান কিছু দায়-দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে; যা সমাধানের জন্য দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আমি নিশ্চিত যে আফগানিস্তানে সবকিছুই স্থিতিশীল করতে তালেবান আগ্রহী।
উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থানের পর সম্প্রতি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ক উষ্ণ করেছে মস্কো। যদিও ১৯৮০’র দশকে সোভিয়েত আক্রমণের পর দুই দেশের সম্পর্কে জটিলতার ইতিহাস ছিল। এছাড়া তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে রাশিয়া।
এসআই/
মন্তব্য করুন