এডুকেশন টাইমস ডেস্ক:
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যায়নের জন্য ‘রোডস স্কলারশিপ’ এ আবেদন চলছে। বাংলাদেশ সহ যেকোনো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
‘রোডস স্কলারশিপ’ বিশ্বের অন্যতম প্রাচীন বৃত্তি প্রদান প্রকল্প। বৃত্তিটি ১৯০২ সালে চালু করা হয়। ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ সেসিল রোডস এ বৃত্তি চালু করেন।
সুযোগ-সুবিধা:
*সম্পূর্ণ টিউশন ফি
*আবাসন সুবিধা
*উপবৃত্তি হিসেবে বছরে ১৯, ০৯২ পাউন্ড ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ ৬৪ হাজার )।
*বিমানে যাতায়াতের টিকিট
*ভিসা ফি
*স্বাস্থ্যবিমা।
শর্তাবলী:
– ১৮ থেকে ২৩ বছর হতে হবে;
-ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
-ইংরেজিতে আইইএলটিএসের দক্ষতা সনদ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
*সিভি
*জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি;
*বায়ো-ডাটা
*একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট;
*ইংরেজিতে দক্ষতা সনদ (আইইএলটিএস);
*রেফারেন্স লেটার।
আবেদনের সময়সীমা: ১ আগস্ট, ২০২৪
বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
ইএইচ/
মন্তব্য করুন