বুটেক্স প্রতিনিধি:
সরকারি চাকরির বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কার ও সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার তেজগাঁওয়ের নাবিস্কো-তিব্বত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এতদিন আন্দোলনের পর সরকার কোনো আশ্বাস এবং দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। দুপুর ১২টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আন্দোলনে ঢাকা নগরীর ব্যস্ততম নাবিস্কো-তিব্বত সড়কে অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এম্বুলেন্স চলাচলের জন্য সাধারণ শিক্ষার্থীরা চলাচলের পথ করে দিতে দেখা যায়।
বেলা ১২টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘাত ঘটে। সংঘাতে সাধারণ শিক্ষার্থীদের হাতে বাঁশ, লাঠিসোটাসহ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। এতে ছাত্রলীগের একটি বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর মতে, ছাত্রলীগের একটি গ্রুপ বাইকে করে লাঠিসোটাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়। পরে বুটেক্স, সাউথ ইস্ট, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড় হলে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যায়।
দুপুর সাড়ে ৩টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে তিব্বত-নাবিস্কো মোড়ে যান চলাচল শুরু হয়। অত:পর বুটেক্স, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে স্ব স্ব ক্যাম্পাসে ফিরে যায়।
আরএন/
মন্তব্য করুন