এডুকেশন টাইমস
২৮ জুলাই ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনের আরো দুই সমন্বয়ককে ‘তুলে নেয়ার’ অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং আরিফ সোহেল

এডুকেশন টাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং আরিফ সোহেলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার।

নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আজ বোরবার (২৮ জুলাই) ভোরে মিরপুরের রূপনগরের বাসা থেকে তাকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

আর আরিফ সোহেল কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন।

তার পরিবার জানিয়েছে, শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী আট-নয়জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এসময় তারা ডিবি পুলিশের পরিচয় দেয়।

রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর রশীদ নিশ্চিত করেছেন, ‘নিরাপত্তার স্বার্থে’ নুসরাতকে ডিবির হেফাজতে আনা হয়েছে।

তবে আরিফ আরিফ সোহেলের বিষয়টি সাভারের আশুলিয়া থানা কিংবা ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা যায়নি।

নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তার ফুফাতো বোন মেহের নিগার মিষ্টি বিবিসি বাংলাকে জানিয়েছেন, ভোরে মিরপুরের রূপনগরের যেই বাসা থেকে নুসরাতকে তুলে নেয়া হয়েছে সেখানে পাশাপাশি দুই ফ্ল্যাটে বসবাস করেন তারা। ভোরে মূল গেইট ভেঙ্গে সাদা পোশাকে একদল ব্যক্তি বিল্ডিংয়ে ঢুকে চার তলার দুইটি ফ্ল্যাটে দরজা ভেঙ্গে ফেলে। তারা নুসরাত ঠিকমতো পোশাক পরিবর্তনের সুযোগ পর্যন্ত দেয়নি। এক নারীও ছিলো তাদের সাথে। ডিবি পরিচয় দিয়ে তারা নুসরাতকে নিয়ে গেছে।

তিনি আরও জানান, নুসরাতকে বাসা থেকে নেয়ার সময় কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে, তারা শুধু মিন্টো রোডে ডিবি অফিসে খোঁজ নেয়ার জন্য বলেছে।

নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী এবং তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে গণতান্ত্রিক ছাত্রশক্তির যু্গ্ম সদস্য সচিব এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। এবারের কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আরিফ সোহেলের বাবা মো. আবুল খায়ের বিবিসি বাংলাকে বলেছেন, রাতে দুটি কালো গ্লাসের মাইক্রোবাসে করে এসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। তাদের সবার হাতে অস্ত্র ছিলো। বাড়ির গেটে এসে গেট খুলতে বললো। পরিচয় জানতে চাইলে ডিবি পুলিশের কথা বলে।

আবুল খায়ের আরো জানান, তারা বললো, আংকেল গেট খুলেন। একটু চা খাবো। আমরা সরকারের লোক। তারপর গেট খুলে দিলে বাড়িতে এসে সার্চ শুরু করে। সবার মোবাইল ফোন জব্দ করে নেয়।

তিনি বলেন, তল্লাশি শেষে তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে জিজ্ঞাসাবাদের কথা বলে সাথে করে নিয়ে যায়। সঙ্গে বড় ছেলেকেও নিয়ে যায়। তবে পরে বড় ছেলেকে কিছুদূর এগিয়ে রাস্তায় নামিয়ে দেয়।

আরিফ সোহেলের পরিবার বিবিসিকে বলেছে, আরিফ সোহেলকে আটকের সময় আশুলিয়া থানায় যোগাযোগ করতে বলা হয়। তবে ভোরেই তারা আশুলিয়া থানায় গেলে সেখান থেকে কাউকে আটকের কথা স্বীকার করা হয়নি। আমরা উদ্বিগ্ন। তাকে কোথায় নেয়া হয়েছে সেটা জানতে পারছি না।

এর আগে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের ‘হেফাজতে’ নিয়েছে।

তার আগে শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ উঠে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন 

নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত 

সহিংসতা প্রতিরোধের চেষ্টা করে প্রশংসায় ভাসছেন কবি নজরুলের তিন ছাত্রনেতা

সেন্ট গ্রেগরি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জবি মার্কেটিং ক্লাবের সভাপতি জুনায়েদ সম্পাদক জাহিদুল

ইসকন নেতা চিন্ময় দাস শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

যাত্রাবাড়ীর কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা, জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ভারতের সামভালে মসজিদকে ঘিরে রক্তক্ষয়ী সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

১০

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১১

সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

১২

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

১৪

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

১৫

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৬

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

১৭

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

১৮

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

১৯

ডিএমআরসি তে জিম্মি শতাধিক শিক্ষার্থী,গুরুতর আহত ৫০

২০