যবিপ্রবি প্রতিনিধি: সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কালো ব্যাজের পরিবর্তে চোখে মুখে লাল কাপড় বাঁধা নিজেদের ফেসবুক প্রোফাইলে আপলোড করে নিরব প্রতিবাদের জানান দিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোররাত থেকেই দেখা যায় যবিপ্রবি শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইলে বিভিন্ন হ্যাশট্যাগসহ লাল রঙের ছবি বা চোখে মুখে লাল কাপড় বাঁধা ছবি আপলোড দিতে।
যবিপ্রবির বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে তাদের উপর নির্বিচারে যে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড শাসকগোষ্ঠী চালিয়েছে তা পুরো দেশবাসী দেখেছে। এই গণহত্যার দায় সম্পূর্ণ রূপে সরকারের, তাদের ভুল সিদ্ধান্ত আর হঠকারিতার বলি হতে হয়েছে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের নিরীহ জনগণের। এত বড় একটা গণহত্যা চালিয়ে এখন তারাই আবার শোক পালন করছে, রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিচ্ছে, এটা স্রেফ ভণ্ডামী, শহীদদের সাথে মশকরা। আমরা সাধারণ শিক্ষার্থীরা সরকারের এই পদক্ষেপকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং লাল রঙের ছবি আপলোড করে আমরা এটা জানান দিতে চায় যে আজ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই লাল রং তারই প্রতীক।’
এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক জন সমন্বয়ক সারা দেশের মানুষকে আহ্বান জানায় চোখে মুখে লাল কাপড় বেঁধে স্যোশাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালাতে।
এসআই/
মন্তব্য করুন