এডুকেশন টাইমস
২২ জুন ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক নজরে ভারতবর্ষের প্রায় ৪ হাজার বছরের রাজত্বের ইতিহাস

প্রতীকী ছবি|| সংগৃহীত

এডুকেশন টাইমস: ভারতবর্ষ শাসনকারী বিভিন্ন রাজাদের শাসনামল তুলে ধরা হয়েছে এই লেখায়। যাতে বিভিন্ন চাকরির প্রার্থী ও যারা ইতিহাস জানতে ইচ্ছুক তাদের কাজে লাগে। এই তালিকায় কেবল রাজা বংশ অনুযায়ী রাজার নাম ও তার শাসনের সময় উল্লেখ করা হয়েছে। তালিকাটি তৈরি করা হয়েছে মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের শাসনামল অনুযায়ী। ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল। যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন। এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে।

০১। রাজা যুধিষ্ঠির ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
০২। রাজা পরীক্ষিত ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
০৩। রাজা জনমেজয় ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
০৪। রাজা অশ্বমেধ ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
০৫। দ্বিতীয় রাম ৮৮ বছর ২ মাস ৮ দিন।
০৬। ছত্রমল ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
০৭। চিত্ররথ ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
০৮। দুষ্টশৈল্য ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
০৯। রাজাউগ্র সেন ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১০। শূরসেন ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১১। ভুবনপতি ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
১২। রণজিৎ ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
১৩। ঋক্ষক ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
১৪। সুখদেব ৬২ বছর ২৪ দিন।
১৫। নরহরিদেব ৫১ বছর ১০ মাস ২ দিন।
১৬। সুচিরথ ৪২ বছর ১১ মাস ২ দিন।
১৭। শূরসেন (২য়) ৫৮ বছর ১০ মাস ৮ দিন।
১৮। পর্বতসেন ৫৫ বছর ৮ মাস ১০।
১৯। মেধাবী ৫২ বছর ১০ মাস ১০ দিন।
২০। সোনচীর ৫০ বছর ৮ মাস ২১ দিন।
২১। ভীমদেব ৪৭ বছর ৯ মাস ২০ দিন।
২২। নৃহরিদেব ৪৫ বছর ১১ মাস ২৩ দিন।
২৩। পূর্ণমল ৪৪ বছর ৮ মাস ৭ দিন।
২৪। করদবী ৮৮ বছর ১০ মাস ৮ দিন।
২৫। অলংমিক ৫০ বছর ১১ মাস ৮ দিন।
২৬। উদয়পাল ৩৮ বছর ৯ মাস।
২৭। দুবনমল ৪০ বছর ১০ মাস ২৬ দিন।
২৮। দমাত ৩২ বছর।
২৯। ভীমপাল ৫৮ বছর ৫ মাস ৮ দিন।
৩০। ক্ষেমক ৪৮ বছর ১১ মাস ২১ দিন।

পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করে ও পরবর্তীতে তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করে।

১। বিশ্রবা ১৭-০৩-২৯ (বছর-মাস-দিন)
২। পুরসেনী ৪২-০৮-২১
৩। বীরসেনী ৫২-১০-০৭
৪। ফবঙ্গশায়ী ৪৭-০৮-২৩
৫। হরিজিৎ ৩৫-০৯-১৭
৬। পরমসেনী ৪৪-০২-২৩
৭। সুখপাতাল ৩০-০২-২১
৮। কদ্রুত ৪২-০৯-২৪
৯। সজ্জ ৩২-০২-১৪
১০। ফমরচূড় ২৭-০৩-১৬
১১। অমীপাল ২২-১১-২৫
১২। দশরথ ২৫-০৪-১২
১৩। বীরসাল ৩১-০৮-১১
১৪। বীরসাল সেন ৪১-০০-১৪

রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করে।

১। রাজা বীরমহা ৩৫-১০-০৮ (বছর-মাস-দিন)
২। অজিত সিংহ ২৭-০৭-১৯
৩। সর্বদত্ত ২৮-০৩-১০
৪। ভুবনপতি ১৫-০৪-১০
৫। বীর সেন (প্রথম) ২১-০২-১৩
৬। মহীপাল ৪০-০৮-০৭
৭। শত্রুশাল ২৬-০৪-০৩
৮। সঙ্গরাজ ১৭-০২-১০
৯। তেজপাল ২৮-১১-১০
১০। মানিক চাঁদ ৩৭-০৭-২১
১১। কামসেনী ৪২-০৫-১০
১২। শত্রুমর্দন ০৮-১১-১৩
১৩। জীবনলোক ২৮-০৯-১৭
১৪। হরিরাও ২৬-১০-২৯
১৫। বীরসেন (২য়) ৩৫-০২-২০
১৬। আদিত্যকেতু ২৩-১১-১৩

প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্য কেতুকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করে।

১। রাজা ধন্ধর ৪২-০৭-২৪ (বছর-মাস-দিন)
২। মহর্ষি ৪১-০২-২৯
৩। সনরচ্চী ৫০-১০-১৯
৪। মহাযুদ্ধ ২০-০৩-০৮
৫। দূরনাথ ২৮-০৫-২৫
৬। জীবনরাজ ৪৫-০২-০৫
৭। রুদ্রসেন ৪৭-০৪-২৮
৮। অরীলক ৫২-১০-০৮
৯। রাজপাল ৩৬-০০-০০

ছবি: সংগৃহীত

সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করে। সামন্ত মহান পালের ১ পুরুষ ১৪ বছর রাজত্ব করেছেন ও তাঁর কোনো বৃদ্ধি নেই। এরপর রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন। তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহারও কোনো বৃদ্ধি নাই। শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন এবং তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন।

১। সমুদ্রপাল ৫৪-২-২০ (বছর-মাস-দিন)
২। চন্দ্রপাল ৩৬-৫-৪
৩। সাহায়পাল ১১-৪-১১
৪। দেবপাল ২৭-১-১৭
৫। নরসিংহপাল ১৮-০০-২০
৬। সামপাল ২৭-১-১৭
৭। রঘুপাল ২২-৩-২৫
৮। গোবিন্দপাল ২৭-১-১৭
৯। অমৃতপাল ৩৬-১০-১৩
১০। বলীপাল ১৩-৮-৪
১১। মহীপাল ১৩-৮-৪

রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন। ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করেন। তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করে।

১। রাজা আধীসেন ১৮-০৫-২১ (বছর-মাস-দিন)
২। বিলাবল সেন ১২-০৪-০২
৩। কেশব সেন ১৫-০৭-১২
৪। মাধব সেন ১২-০৪-০২
৫। ময়ূর সেন ২০-১১-২৭
৬। ভীম সেন ৫-১০-০৯
৭। কল্যাণ সেন ৪-০৮-২১
৮। হরি সেন ১২-০০-২৫
৯। ক্ষেম সেন ০৮-১১-১৫
১০। নারায়ণ সেন ২-২-২৯
১১। লক্ষ্মী সেন ২৬-১০-০০
১২। দামোদর সেন ১১-৫-১৯

রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন। এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করে ও তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করেন এবং তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করে।

১। দীপ সিংহ ১৭-১-১৬ (বছর-মাস-দিন)
২। রাজ সিংহ ১৪-৫-০০
৩। রণ সিংহ ৯-৮-১১
৪। নর সিংহ ১৩-২-২৯
৬। জীবন সিংহ ৮-০০-১

কোনো কারণবশত রাজা জীবন সিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন। বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবন সিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে হত্যা করে ইন্দ্রপ্রস্থে রাজত্ব করেন এবং তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ২০ দিন রাজত্ব করেছেন।

১। পৃথ্বী রাজ ১২-২-১৯ (বছর-মাস-দিন)
২। অভয়পাল ১৪-৫-১৭
৩। দুর্জ্জব পাল ১১-০৪-১৪
৪। উদয় পাল ১১-০৭-০৩
৫। যশপাল ৩৬-৪-২৭

১২৪৯ সালে গজনীর দুর্গ হতে সুলতান শাহাবুদ্দিন ঘোরী যশপালকে আক্রমণ করে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করে- অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করে। তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেছে।

ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের সকল রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় প্রথম বারের মতো তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী। মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত ও বিদ্যার্থী সম্মিলিত হরিশ্চন্দ্র চন্দ্রিকা এবং মোহঞ্চন্দ্রিকা নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক ১৭৮২ বিক্রমাব্দে লিখিত এক গ্রন্থ তার কোনো বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রণ করেন।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১০

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১২

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৩

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৪

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৫

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৬

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৭

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৮

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

১৯

১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন জাবি শিক্ষার্থীরা

২০