যবিপ্রবি প্রতিনিধি: মণিহার বাস স্ট্যান্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২য় বর্ষের ছাত্র বাঁধন।
বাঁধনের সহপাঠীদের কাছ থেকে জানা যায় আজ(২৩ আগস্ট) সন্ধ্যায় যশোর জেলার মণিহার বাস স্ট্যান্ডে বাঁধনের মা নড়াইল থেকে এক বাসে করে ফিরলে তাকে স্ট্যান্ড থেকে রিসিভ করতে যায় সে। এসময় বেশি ভাড়া নিয়ে টাকা ফেরত না দেওয়ায় বাস কাউন্টারের লোকদের সাথে কথাকাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে বাস কাউন্টারের লোকজন ঐ শিক্ষার্থী এবং তার মায়ের সাথে অসদাচরণ শুরু করলে প্রতিবাদ করে বাঁধন। এক পর্যায়ে বাস কাউন্টারের একজন বাঁধনের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গভীর ক্ষত তৈরি হয়। তার বন্ধু বান্ধব খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। আহত বাঁধন আপাতত সুস্থ আছে বলে জানা গেছে।
তবে ঘটনার পর থেকে পলাতক ঐ বাসের ড্রাইভার ও কন্ডাক্টর। যবিপ্রবি শিক্ষার্থীরা এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে দ্রুত অপরাধীকে খুঁজে বের করার আশ্বাস দেন।
এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতে রাত আটটার দিকে যশোর মণিহার মোড় অবরোধ করে প্রতিবাদ করতে থাকে যবিপ্রবি শিক্ষার্থীরা।
এসএস/
মন্তব্য করুন