যবিপ্রবি প্রতিনিধি: দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট সরণকালের সবচেয়ে ভায়াবহ বন্যায় আক্রান্ত মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উন্নত মম শির’
আজ(২৩ আগস্ট) সকাল থেকে সংগঠনটির সদস্যরা যশোর শহরের বিভিন্ন মসজিদ, আবাসিক এলাকা ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে বন্যার্তদের সহায়তায় আর্থিক অনুদান সংগ্রহ করে। বিকাল পর্যন্ত তারা দুই লক্ষ সাতচল্লিশ হাজার একশত ষোল টাকা সংগ্রহ করেছে বলে জানা যায়।
সংগঠনটির এক সদস্য জানান, “আমরা শহরের বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ কে কেন্দ্র করে অনুদান সংগ্রহের জন্য যায়। সেখানে আমরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পায়। তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আমাদের এই অর্থ উপযুক্ত মাধ্যমে বন্যার্তদের কাছে পাঠাবো। বন্যা থাকা পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে বন্যার্তদের সহায়তায় ত্রাণ বা অর্থ পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।’
এসএস/
মন্তব্য করুন