যবিপ্রবি প্রতিনিধি: বন্যার্তদের সহযোগিতায় গতকাল(২৩ আগস্ট) রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি স্বেচ্ছাসেবী টিম ‘উন্নত মম শির’।
অতঃপর ঢাকা থেকে ত্রাণ সামগ্রী ক্রয় ও প্যাকেটজাত করে আজ(২৪ আগস্ট) বিকালের দিকে কুমিল্লা ও নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে উক্ত টিম।
এর আগে বৃহস্পতিবার থেকে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ শুরু করে যবিপ্রবির উন্নত মম শির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আশেপাশের এলাকাবাসী ও শহরের সাধারণ জনতার ব্যাপক অংশগ্রহণে এক দিনেই প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করেন তারা। সেই অর্থ নিয়ে তাদের একটি ছোট দল শুক্রবার রাতে রওনা দেয় ঢাকার উদ্দেশে।
এদিকে অপর একদল শিক্ষার্থী শনিবার সকাল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে শুকনো কাপড় এবং ঔষধ সংগ্রহ শুরু করে। এসকল সামগ্রী তারা পরবর্তীতে বন্যাকবলিত এলাকায় পাঠানোর ব্যবস্থা করবে বলে যবিপ্রবি এক শিক্ষার্থী জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত উন্নত মম শির এর সংগ্রহ ৪ লাখ ৩৬ হাজার ৮৮০ টাকা। উক্ত অর্থ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে বন্যার্তদের সহায়তায় ব্যাবহৃত হবে বলে জানান উন্নত মম শির এর একজন সদস্য।
এসএস/
মন্তব্য করুন