বিইউপি প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ত্রাণবাহী একটি ট্রাক। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে বিইউপির জনপ্রশাসন বিভাগের ছাত্র-শিক্ষকসহ ফেনী সোনাগাজির উদ্দেশে রওয়ানা দেওয়া ত্রাণবাহী ট্রাকটি চৌদ্দগ্রামে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিইউপির ত্রাণবাহী ট্রাকে থাকা সবাই গুরুতর আহত হন। আহতদের প্রাথমিকভাবে কুমিল্লা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র এহসানের অবস্থা গুরুত্ব। ধারণা করা হচ্ছে তার পাজরের একাধিক হাড় ভেঙে। কুমিল্লা সিএমএইচে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকা সিএমইচ এ নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এহসান ট্রাকের ছাদ থেকে ছিটকে ডিভাইডারের উপর এসে পরে।
এই ঘটনায় বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ নূরুল্লাহ গুরুতর আহত হয়েছেন। তার ডান হাতের চারটি আঙুলে সেলাই করা হয়েছে। এছাড়াও একই বিভাগের শিক্ষার্থী মেহেরাজ চোয়ালে গুরুতর আঘাত পেয়েছেন।
এসআই/
মন্তব্য করুন