বন্যার্তদের জন্য জরুরি প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণে বিরামহীন কাজ করে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও খুলনায় সেগুলো পৌঁছে দিচ্ছেন তারা। গত ২৪ আগস্ট থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
গত কয়েকদিনে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর যেন সহমর্মিতার এক অনন্য কর্মস্থলে রূপ নিয়েছে। প্রতিটি কোণ থেকেই ফুটে উঠছে শিক্ষার্থীদের নিখাদ ভালোবাসা আর সহযোগিতার চিত্র। চলছিল সংগ্রহ করা সামগ্রীর প্যাকেজিং। যাতে ছিল- চিড়া, বিস্কুট, খেজুর, লবন, গুড়, সুজি, গুড়া দুধ, তালমিস্ত্রি প্রাথমিক মেডিসিন ও পানিসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং ব্যবহার্য কাপড়।
জানা যায়, বন্যার্তদের জন্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বরিশালের সকল শ্রেণি-পেশার মানুষ। দিনভর ও রাতের একটি অংশ সংগ্রহ কার্যক্রম চললেও তা প্যাকেজিং করতে রাতভর শ্রম দিতে হয়েছে ববি শিক্ষার্থীদের।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গাজী হাদিউজ্জামান জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একত্রিতভাবে ভাবে দেশের যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একত্রিতভাবে কাজ করে গেছে। ২০২৪ সালের বন্যায়ও রাত দিন পরিশ্রম করে সকল সংগঠন একত্রিতভাবে বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।
আইন বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন বলেন, শিক্ষার্থীরা এই দেশের জন্য সবকিছু করতে সর্বদা প্রস্তুত। তারই প্রমাণ মিলেছে দেশের এই ক্রান্তিলগ্নে। বন্যাদুর্গতদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্বের অংশ।
/ইএইচ
মন্তব্য করুন