হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকচিত্রী প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) থেকে তিনদিন ব্যাপি চলে এই প্রদর্শনী। যা শেষ হয় বৃহস্পতিবার (২১ মার্চ)। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত চলে এই আয়োজন।
প্রদর্শনীর উদ্বোধন করেন হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র সাধারণ সম্পাদক হাসিবুল আলম হৃদয়।
হাসিবুল আলম হৃদয় বলেন, আমাদের এক্সিবিশনের মূল থিম হলো বসন্তে মানুষ ও প্রকৃতির পরিবর্তন। আমরা ফটোগ্রাফারদের ছবিগুলোর মাধ্যমে মানুষকে অন্য এক দৃষ্টিভঙ্গি দেখাতে চেয়েছি। প্রকৃতি, মানুষের জীবন বা দৃশ্যগুলোকে যে এভাবেও দেখা যায় সেটা তুলে ধরা আমাদের লক্ষ্য ছিল।
প্রদর্শনীর শেষ দিন ফটোগ্রাফার শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজক টিমের সদস্য সায়েম আবরার বলেন, হাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব অত্যন্ত সফলভাবে একটি ফটো এক্সিবিশন আয়োজন করেছে। এই প্রোগ্রামে সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফারসহ সদস্যরা অংশ নেয়। ফটোগ্রাফি ক্লাবের এই অনুষ্ঠানে প্রদর্শিত ছবিগুলো সত্যই সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রতিটি ছবি একটি অধীর বাণী বলে এবং একটি অদৃশ্য মূল্যায়নের ক্ষেত্রে নতুন দিক দেখায়।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাদের ক্যামেরা ও ছবি তৈরির দক্ষতা উন্নত করেছে তা না বরং সৃজনশীল মনোভাব এবং সহযোগী মনোভাব গড়ে তুলেছে। এ রকম সাংস্কৃতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সক্ষমভাবে সঞ্চালনা হয়েছে, যা ছাত্র-ছাত্রীদের সাথে সম্পর্ক ও সহযোগিতার ভাবনা তৈরি করেছে। আমরা আবারও এই ধরনের সৃজনশীল ইভেন্টের আয়োজন করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ একান্ত কাম্য।
প্রদর্শনীতে আসা পদার্থবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রিফাত রহমান বলেন, আজকের প্রদর্শনীর অভিনবত্ব আছে। সব ধরনের ছবিই ভালো লেগেছে। হাবিপ্রবিতেতে এমন আয়োজন নতুন সম্ভাবনা দ্বার উন্নমোচন করবে। আশা করছি যারা এসেছেন তারা এই প্রদর্শনীটি দেখে আপনাদের এই দেখা বিফলে যাবে না। এমন আয়োজন বারবার হোক।
এসআই/
মন্তব্য করুন