ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শহিদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ে ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদের নেতাকর্মীরা।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখান শহিদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন জিয়া পরিষদ ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুস সামাদ, কমিটির সদস্য অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল ইসলাম, জিয়া পরিষদের নেতাবৃন্দসহ ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএস/
মন্তব্য করুন