এডুকেশন টাইমস
২০ সেপ্টেম্বর ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করালেন শিক্ষার্থীরা, সর্বমহলে আলোচনা-সমালোচনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে শপথবাক্য পাঠ করালেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এই শপথবাক্য পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের প্রতিনিধি ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শপথবাক্য পাঠের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক শিক্ষার্থীসহ সারাদেশে সকলের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। সকলের মন একটি প্রশ্ন শিক্ষার্থীরা কীভাবে শিক্ষকদের শপথ পাঠ করায়।

শপথবাক্যে “শুকরিয়া যে, আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ট্রেজারার পদে যোগদানের মুহূর্তে ২৪ শে জুলাইয়ের সকল শহিদদের স-স্বত্বচিত্তে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। মহান জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে, বিপ্লবী সরকার কর্তৃক যে দিক নির্দেশনা আমরা পেয়েছি, এবং জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের স্পিরিট ধারণ করে শাবিপ্রবি ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব শিক্ষা এবং গবেষণা উন্নয়নে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে সচেষ্ট থাকব। দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি মুক্ত ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আপোষহীনভাবে নিয়োজিত থাকব। আমাদের বিদ্যা, গবেষণা সৎ কাজের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি দেশের জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে, তা নিশ্চিত করব।” এসব বাক্য বলতে শোনা যায়।

অনেকে শিক্ষার্থীদের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, শিক্ষকদেরই বা এখানে কি ভূমিকা ছিল। এখানে তাদের অমেরুদণ্ডী মনোভাব প্রকাশ পেয়েছে । এই ঘটনা শিক্ষক সমাজের জন্য লজ্জাকর বলেও মনে করেন তিনি।

সজীব সাজ নামে আরেক শিক্ষার্থী “সাবিপ্রবি — সার্কাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ট্রেজারার মহোদয়কে শপথ বাক্য পাঠ করালেন আমাদের মহামান্য সমন্বয়করা। লা জবাব, আপনারা সেরররররা, আপনাদের দায়িত্ববোধ দেখে আমরা আবেগাপ্লুত।” এই লিখে ফেসবুকে পোস্ট করেন।

এমডি শাহরিয়ার নামে সমালোচনা করে আরেক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে লিখেন,” শাবিপ্রবি প্রো-ভিসি এবং ট্রেজারারকে শপথ পাঠ করাচ্ছে। এর থেকে হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা হতেই পারে না!! আপনারা ত সৌজন্য সাক্ষাৎ করেও নিজেদের দাবির ব্যাপারে স্যারদের অনুরোধ করতে পারতেন!! তাই না?”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘বিষয়টি এমন নয় যে শিক্ষকদের ছোট করে কিছু করা হয়েছে। জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে সভাটিতে শোকাবহ একটি পরিস্থিতি তৈরি হয়। ঐ পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে দাঁড়িয়ে শপথ পাঠ করেন।’

এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম গণমাধ্যমকে বলেন, ‘এটি পরিকল্পিত কোনো শপথবাক্য পাঠ না। শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার পরিবেশটি শোকাবহ হয়ে ওঠে। ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষোভ, দেশের চলমান ঘটনার প্রেক্ষাপটে ও বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের উচ্চাশা এবং নতুন প্রশাসন আসায় অতিমাত্রায় আবেগে আপ্লুত হওয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বাক্যগুলো সবার মুখে উচ্চারিত হয়েছে। ঘটনাটি যেভাবে সমালোচিত হচ্ছে, প্রকৃতপক্ষে এমনটি হয়নি।’

এএকে /

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ভারতের সামভালে মসজিদকে ঘিরে রক্তক্ষয়ী সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

১০

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

১১

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

১২

ডিএমআরসি তে জিম্মি শতাধিক শিক্ষার্থী,গুরুতর আহত ৫০

১৩

লাখ টাকার লোভ দেখিয়ে শাহবাগে জনসমাগম করার নেপথ্যে কারা?

১৪

প্রথম আলো-ডেইলি স্টার ‘পুড়িয়ে’ নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ

১৫

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

১৬

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত 

১৭

ঢাকায় সমাবেশে নিতে কোটি টাকা সুদমুক্ত ঋণের প্রলোভন

১৮

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই: হাইকোর্ট

১৯

শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

২০