শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ চেয়ে বক্তব্য রাখেন, স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহিন, রসায়ন বিভাগে ইমন শাহরিয়ার, পরিসংখ্যান অন্তিক, সমাজবিজ্ঞান বিভাগের আমির হোসেন প্রমূখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ হবে। তবে শাবিপ্রবিতে গত সিন্ডিকেট সভায় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি । তাই আমরা এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছি। এছাড়াও আগামীকাল থেকে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করবো।
আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন নিয়োগ হওয়ার পর থেকে লিয়াজু মেইনটেইন করার জন্য বিভিন্ন রাজনীতিক সংগঠন প্রশাসনের সাথে নামে বেনামে মিটিং করছে। আমরা শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্থরে কোন প্রকার দলীয় রাজনীতি দেখতে চাই না। শিক্ষার্থীরা মনে করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরে আসলে সেটা জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক হবে। পাশাপাশি আবারো হল ও বিশ্ববিদ্যালয়গুলোতে আগের মত নৈরাজ্য তৈরি হবে।
এসআই/
মন্তব্য করুন