ইবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণে ম্যারাথন দৌঁড়ে ২৬ কিলোমিটার পাড়ি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪ শিক্ষার্থী। তারা হলেন- আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ, মাজহারুল ইসলাম ও মামুন বিন রশিদ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান।
মঙ্গলবার (২৬ মার্চ) কুষ্টিয়া হরিপুর শেখ রাসেল ব্রিজ থেকে রাত ১২টা ১২ মিনিটে দৌঁড় শুরু করেন তারা। ২ ঘণ্টা ৫৫ মিনিট ৯ সেকেন্ড দৌড়ে রাত ৩টা ৬ মিনিটে ক্যাম্পাসে পৌঁছেন ।
ম্যারাথন সম্পন্নের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানিক রহমান বলেন, ‘রমজান মাসে রাতের অন্ধকারে নিঃশব্দে দৌঁড়ানোর অনুভূতি একেবারে ভিন্ন। যদিও অনেক কষ্ট হয়েছে তারপর ম্যারাথন দৌঁড় শেষ করতে পারায় অনেক আনন্দিত।’
এমন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জন্মের ইতিহাস একটু একটু করে পড়েছি। সেই দিনগুলোর কথা মনে করছিলাম। বিশেষ করে এখনকার চলমান ইসরায়েল এবং ফিলিস্তানের যুদ্ধের করুন ইতিহাস স্ব-চোখে দেখছি। এতে কারো অনুপ্রেরণা ছিল না। নিজের অনুপ্রেরণাই বড় অনুপ্রেরণা।
ভবিষ্যতে নতুন পরিকল্পনার বিষয়ে মানিক বলেন, প্রথমত ছাত্রজীবনে ভবিষ্যৎ সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী সমসাময়িক এক বার্তা নিয়ে টেকনাফ টু তেতুলিয়া সাইকেলিং (বডার ক্রস) করার প্ল্যান আছে। দ্বিতীয়ত, মুসা হাশেমী ভাইয়ের (বাংলা চ্যানেল পাড়ি দেওয়া ইবি শিক্ষার্থী) পরে মাউন্ট এভারেস্টে নিশাত মজুমদারের জায়গায় আমার ছবি টাঙাবো।
এর আগেও সামাজিক প্রেক্ষপট বিষয়ে বার্তা দিতে বেশ কিছু কাজ করেছেন বলে মানিক জানান। তিনি ঢাকার বেইলী রোডের মর্মান্তিক অগ্নিসংযোগ নির্বাপনে গণসচেতনতায় ৫ মার্চ ক্যাম্পাসে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অংশগ্রহণ করে ২২ মিনিটে তা অতিক্রম করে প্রথম হন ।
এছাড়া ১ মার্চ খুলনা রার্নার কতৃক আয়োজিত ১০ কিলোমিটার মিনি ম্যারাথনে অংশগ্রহণ করে ৪৭ মিনিট ৩ সেকেন্ড তা অতিক্রম করে তিনি ৭ম স্থান অধিকার লাভ করেন।
এসআই/
মন্তব্য করুন