এডুকেশন টাইমস
৭ অক্টোবর ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিনার উদ্ভাবিত শস্যজাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

বাকৃ‌বি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটে (বিনা) ‘কিশোরগঞ্জ জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে বিনার জাতসমূহ অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় বিনার সেমিনার কক্ষে এ কর্মশালাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিনার গবেষণা বিভাগের পরিচালক ড. মো. ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. শরিফুল হক ভূঞা, প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মো. মনজুরুল আলম মণ্ডল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. শাহীনুল ইসলাম। এছাড়া বিনার অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ কিশোরগঞ্জ জেলার কৃষক ও শস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ প্রজনন বিভাগ) ড. রেজা মো. ইমন বিনা উদ্ভাবিত বিভিন্ন শস্যের জাত ও তার গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কিশোরগঞ্জের ভূমি প্যাটার্ন, চাষ ব্যবস্থাসহ বর্তমান শস্য উৎপাদনের অবস্থা তুলে ধরে বলেন, বিনা উদ্ভাবিত শস্যগুলো কিশোরগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত করলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাটির স্বাস্থ্য ও গুণাগুণ বজায় থাকবে। এছাড়া বিনার উদ্ভাবিত জাত ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করলে সার্বিক উন্নয়ন এবং কৃষিক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত জাত অন্তর্ভুক্ত করলে ক্রপিং ইন্টেনসিটি ও ফলন বৃদ্ধি পাবে, যার ফলে কিশোরগঞ্জ জেলার সামগ্রিক উৎপাদনশীলতা বাড়বে।

এরপর মুক্ত আলোচনায় কৃষক, উদ্যোক্তা, বিভিন্ন স্টেকহোল্ডার এবং অন্যান্য কৃষি কর্মকর্তারা তাদের মতামত উপস্থাপন করেন। পাশাপাশি একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মনজুরুল আলম মণ্ডল বলেন, কিশোরগঞ্জসহ সারা দেশে শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। সঠিক শস্য প্যাটার্ন, উন্নত কৃষি প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহার করে আমরা বার্ষিক উৎপাদন অনেক বৃদ্ধি করতে পারি। এছাড়া উৎপাদন পরবর্তী সংরক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আধুনিকায়নের প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবুল কালাম আজাদ বলেন, বিনা উদ্ভাবিত শস্যের মধ্যে কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বিশেষভাবে বিনাধান-২৫ এর ট্রায়ালে যা ফলন দেখিয়েছে, মাঠে তার চেয়ে কিছুটা কম হচ্ছে, যার মূল কারণ হলো তীব্র তাপমাত্রা। অতিরিক্ত তাপমাত্রার কারণে এ বছর বপিত ধানে অতিরিক্ত পরিমাণে চিটা দেখা গেছে। বর্তমান পরিস্থিতি ও আবহাওয়া বিবেচনায় আমাদের গবেষণাগুলোর পরিকল্পনা সাজাতে হবে। ঝড়, বৃষ্টি ও তাপমাত্রা সহিষ্ণু ধানসহ অন্যান্য ফসলের জাত আবিষ্কারে মনোনিবেশ করতে হবে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে আমরা বিদ্যমান শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে কাজ করছি। পাশাপাশি ভবিষ্যতের আবহাওয়া বিবেচনায় নতুন নতুন জাত উদ্ভাবনের কাজ চলমান রয়েছে। আশা করছি, বিনা উন্নত ও বিরূপ আবহাওয়া সহিষ্ণু জাত উদ্ভাবন করে দেশের খাদ্য চাহিদা পূরণে আরও বেশি ভূমিকা রাখবে।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১০

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১১

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১২

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৪

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৫

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৬

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৭

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৮

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৯

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

২০