শাবিপ্রবি প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত র্যাংকিং-২০২৫য়ে নাম নেই দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এবারের এই র্যাংকিংয়ে দুই হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এই তালিকায় এবার নেই শাবিপ্রবি। তবে গত বছরে প্রকাশিত র্যাংকিংয়ে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবি অবস্থান ছিল অন্যতম।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। এই তালিকায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৭টি সরাসরি র্যাংকিং এবং বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে বিশ্বের প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
গত বছরের প্রকাশিত র্যাংকিংয়ে শাবিপ্রবি র্যাংকিং ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে ছিল। তবে এবার তালিকায়ই নেই বিশ্ববিদ্যালটির। তবে এবারের তালিকায় স্থান করে নিয়েছে দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।
দেশ সেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরি গণমাধ্যমকে বলেন, ‘নতুন দায়িত্ব নিয়েছি। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট, ক্লাস পরীক্ষা চালুসহ জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করছি। তবে সামনে র্যাংকিং উন্নয়নে কাজ করব।’
এসআই/
মন্তব্য করুন