শাবিপ্রবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির শিক্ষার্থী শহিদ রুদ্র সেনের পরিবারের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরোওয়ারউদ্দিন চৌধুরি সাক্ষাৎ করেন। এসময় তিনি শহিদ রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী কিছু করার আশ্বাস দিয়েছেন পরিবারকে।
শনিবার (১২ অক্টোবর) সকালে রুদ্র সেনের দিনাজপুর জেলার সদর উপজেলার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন উপাচার্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, উপাচার্যের পি এস ড. সালাউদ্দিন, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইউনুস আলী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সামসুজ্জোহা ও অধ্যাপক ড. সোয়াইবুর রহমান।
সাক্ষাৎকালে উপাচার্য রুদ্র সেনের পরিবারকে দুর্গা পূজা উপলক্ষ্যে পোশাক ও তিন লক্ষ টাকা চেক প্রদান করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে স্থায়ী কিছু করার আশ্বাস প্রদান করেন এবং তার পরিবারকে শাবিপ্রবিতে আসার জন্য আহ্বান জানিয়েছে।
গত ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সুরমা আবাসিক এলাকার খাল পার হওয়ার সময় পানিতে ডুবে প্রাণ হারান রুদ্র সেন। তিনি শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এসএস/
মন্তব্য করুন