ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এতে উপস্থিত ছাত্ররা হলের নানাবিধ সমস্যা ও সংস্কারের কথা প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমানের কাছে তুলে ধরেন।
সোমবার বিকেল ৫টায় হলের টিভিকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা হলের আবাসিকতা সুনিশ্চিতকরণ, সুপেয় পানির ফিল্টার স্থাপন, ওয়াইফাই সমস্যার স্থায়ী সমাধান, গণরুম বিলুপ্তি, রিডিংরুম প্রসারণ ও সম্বৃদ্ধকরণ, স্পোর্টস রুম বরাদ্দ, হল থেকে পুলিশফাঁড়ি ও বিএনসিসি’র অন্যত্র স্থানান্তর, হলে ক্যান্টিন ও সেলুন নিশ্চিত করণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশা নিধন স্প্রে , ডাইনিংয়ে খাবারের মান সুনিশ্চিতসহ নানাবিধ প্রস্তাব উত্থাপন করেন।
প্রাধ্যক্ষ ড. এটিএম মিজানুর রহমান বলেন, ‘ ইতোমধ্যে হলের সিসিটিভি ঠিক করা হয়েছে। ওয়াইফাইয়ের কাজ আগামীকাল শুরু হবে, আশা করি এক সপ্তাহের মধ্যে পুরে হলের ওয়াইফাই লাইন ঠিক হয়ে যাবে। সুপেয়র পানির জন্য ফিল্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পর আমাদের কাজ হলো হলে অবস্থানরত বিএনসিসি ও পুলিশ ফাঁড়ির বরাদ্দকৃত কক্ষ অন্যত্র স্থানান্তর, প্রশাসনে জানিয়েছি, তারা ব্যবস্থান করবেন।
তিনি আরও বলেন, তোমাদের সকল সমস্যা আমার সাধ্যের মধ্যে সমাধান করবো, সমস্যার কথা ঠিক সময়ে অফিসে জানাবে আর একটু ধৈর্য্য ধারণ করবে, তবে আনলিমিটেড ধৈর্য্য নয়। শুধু তোমাদের প্রতিশ্রুতি দিতে হবে পড়াশোনা ও ভালো রেজাল্টের। আমার এ হলের যারা আছো শুধু তোমাদের মুখে শুনতে চাই স্যার আমি বিভাগে ১ম, ২য়, ৩য় হয়েছি।
এএকে/
মন্তব্য করুন