এডুকেশন টাইমস
২২ অক্টোবর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা

গবি প্রতিনিধি:

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে ‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) উদ্যোগে মৌসুম-২ এর প্রতিযোগিতা এ আয়োজন শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মো: করম নেওয়াজ বলেন, “নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্কে অংশগ্রহণ করতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দলের সাথে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। টেলিভিশনে যখন গণ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলকে দেখা যাবে, তখন সবার গর্ববোধ আরও বৃদ্ধি পাবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, “ডিবেটিং সোসাইটির বর্তমান দায়িত্বপ্রাপ্তরা গণ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের বিতর্কে অংশগ্রহণ নিশ্চিত করবেন। তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আরও বলেন, “বিতর্কের বিষয়বস্তু অনুযায়ী সদস্যদের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং বিচারকদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। প্রতি সেমিস্টারে এই কার্যক্রম আরও উন্নত করার উদ্যোগ নিতে হবে।”

বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৫টি বিতর্ক দল বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব করেছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী হয়েছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ফলিত গণিত, সিএসই, মাইক্রোবায়োলজি, ইইই, বিবিএ, মেডিকেল ফিজিক্স বিভাগ এবং ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্সেস অনুষদ। ২৪ অক্টোবর ফাইনালের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে সমন্বয় কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ফুয়াদ হোসেন। এ সময় বিভিন্ন বিভাগীয় সভাপতি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএকে/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

জবি ছাত্রদলের মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন 

নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত 

সহিংসতা প্রতিরোধের চেষ্টা করে প্রশংসায় ভাসছেন কবি নজরুলের তিন ছাত্রনেতা

সেন্ট গ্রেগরি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জবি মার্কেটিং ক্লাবের সভাপতি জুনায়েদ সম্পাদক জাহিদুল

ইসকন নেতা চিন্ময় দাস শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

যাত্রাবাড়ীর কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা, জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ভারতের সামভালে মসজিদকে ঘিরে রক্তক্ষয়ী সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে

১০

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

১১

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১২

সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

১৩

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

১৪

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

১৫

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

১৬

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৭

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

১৮

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

১৯

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

২০