যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি হওয়া ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৩ অক্টোবর) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারি অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল মজিদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডঃ এইচ এমন জাকির হোসেন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ জাফিরুল ইসলাম, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ সিরাজুল ইসলাম সহ অন্যান্য অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ।
এসময় যবিপ্রবি উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল মজিদ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো Knowledge শেয়ার করার জায়গা, এখানে আমরাও ছাত্র তোমরাও ছাত্র, আমরা সিনিয়র ছাত্র তোমারা জুনিয়র ছাত্র।”
তিনি আরো বলেন, “তোমরা শিক্ষকদের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করবে যাতে তারা তোমাদেরকে বাইরের দেশে পড়াশোনার জন্য রেফার করতে পারে। কখনো কোনো অনৈতিক কাজে সময় নষ্ট করবে না। সকলে কোনো না কোনো ক্লাব বা সংগঠনের সাথে যুক্ত থাকবে। আসলে আমাদের দুর্ভাগ্য হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মোরালিটি শেখানোর জন্য কোনো কোর্স চালু নেই। তাই তোমরা সবসময় প্রোডাক্টিভ কাজের সাথে যুক্ত থাকবে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, উপহার এবং নাস্তা দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সার্বিক শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় ছিলো যবিপ্রবি রেড ক্রিসেন্ট ও বিএনসিসির সদস্য বৃন্দ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডঃ মোঃ মীর মোশাররফ হোসেন।
/ইএইচ
মন্তব্য করুন