চুয়েট প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ গত রবিবার, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল দেশ ও সমাজের সেবায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন প্রজন্মের প্রকৌশলীদের আত্মবিশ্বাসী ও যোগ্য হয়ে উঠতে উৎসাহিত করেছেন।
কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে যন্ত্রকৌশল ও তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন। অভিভাবকদের পক্ষ থেকেও শুভেচ্ছা বক্তব্য রাখা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. সুদীপ কুমার পাল তাঁর বক্তব্যে বলেন, “তোমরা দেশ ও সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজেদেরকে যোগ্য ও সফল প্রকৌশলী হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবিক গুণাবলীও অর্জন করতে হবে।” তিনি আরও বলেন, “সফলতার জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য। চুয়েট তোমাদের সব ধরনের সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে চুয়েটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন প্রজন্মের প্রকৌশলীরা তাদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এসএস/
মন্তব্য করুন