চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের সময় আটক ৫ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রতিবন্ধী ছাত্রদের সংগঠন ‘ডিজেবল স্টুডেন্ট অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসকো) থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির সভাপতি শিহাব উদ্দিন ভূইয়া এবং সাধারণ সম্পাদক নাদিম হোসেনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন – রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক, দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী টুটুল হাসান, বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক মিয়া ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান মিয়া।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ২৮ শে অক্টোবর আলাওল হলে গাঁজাসহ বিশ্ববিদ্যালয় এর প্রশাসনের হাতে যে পাঁচ জন সাবেক সদস্য ধরা পড়েছে আমরা তাদের বিষয়ে যেটা বলেছি বা বলছি তারা অপরাধী তারা যেই হোক প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধী তারা অপরাধী। তাই আমরা সেই অপরাধে আমাদের প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এই সংগঠনটির সদস্য পদ থেকে আমাদের কার্যকরী কমিটির মিটিং এর সিদ্ধান্ত এবং সকল সাধারণ সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করলাম।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এই অপরাধীদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমাদের সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে দাবি তাদেরকে যেন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে তাদের বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দেয়া হোক। তাদের হলে থাকা যে আসন সেই আসন যেন বাতিল করা হয় তার দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় আলাওল হলের ২৩৪ নম্বর রুম থেকে বহিষ্কৃত ৫ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ৫ জনের থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল।
এএকে/
মন্তব্য করুন