কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রীলগের উদ্যোগে কুরআন খতম ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) কুমিল্লার স্থানীয় একটি এতিমখানায় এই আয়োজন করা হয়।
এই আয়োজনে ৫০ জন এতিম শিশু কুরআন খতম দিয়েছেন এবং প্রায় দেড়শো জনকে ইফতার করানো হয়। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অমিত সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশক্রমে দুস্থ এতিম শিশুদের নিয়ে আজকের ইফতার মাহফিল আয়োজন করা হয়। আমরা গতানুগতিক ধারার বাহিরে গিয়ে সর্বদা চেষ্টা করি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। সর্বোপরি বলতে চাই আমাদের এইসব কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এর আগে গত ২৫ মার্চ কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশের সহযোগিতায় একটি ইফতার মাহফিল আয়োজিত হয়।
এসআই/
মন্তব্য করুন