ইবি প্রতিনিধি:সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিযোগিতা বুয়েট সিএসই ফেস্ট-২০২৪ কর্তৃক আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যাপচার দ্যা ফ্লাগ(সিটিএফ) -এ দ্বিতীয় রানার্সআপ অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বে উত্তীর্ণ ৩৪টি দলের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৭০০ পয়েন্ট পেয়ে এ স্থান অর্জন করে ইবি’র IU_ZeroSkill টিম। শুক্রবার (১ নভেম্বর) সকালে টিমের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘IU_ZeroSkill টিমের সদস্যরা হলেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ, শাহিন রাজা, সম্রাট ভক্ত ও একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামিউল কোরেশী সৌরভ।
এর আগে ১৮ অক্টোবর বুয়েটের সিএসই ফেস্ট-২০২৪ উপলক্ষে আয়োজিত ১২ ঘণ্টাব্যাপী সিটিএফ-এ অংশ নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের IU_ZeroSkill। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত এই সিটিএফ-এ মোট ৩৪টি টিমকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
টিমের সদস্য শাহিন রাজা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র আমরাই আন্তঃবিশ্ববিদ্যালয় সিটিএফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এতে তৃতীয় স্থান অর্জন করা আমাদের জন্য আনন্দের একটা বিষয়। আমাদের টিমের সকল সদস্যরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। আশা করছি সামনের দিনগুলোতে আমরা অনেক ভালো করতে পারবো।
সাইবার নিরাপত্তা ভিত্তিক সিটিএফ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তথ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান ব্যবহার করে সাইবার সিকিউরিটি সংক্রান্ত ক্রিপ্টোগ্রাফি, ওয়েব এক্সপ্লয়টেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ফরেনসিক, নেটওয়ার্ক অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান করে।
এসএস/
মন্তব্য করুন