জবি প্রতিনিধি: রমজান উপলক্ষে পুরান ঢাকায় দুস্থ মানুষের মাঝে সাহরি বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতা শুভ সাহা। এ সময় পুরান ঢাকার সুত্রাপুর, সদরঘাট, রায়সাহেব বাজার এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়া হয়।
রবিবার (৩১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে এই কার্যক্রম শুরু হয়।
সেহরি বিতরণ কার্যক্রমের দিকনির্দেশনায় ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।
শুভ সাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে রোজাদার, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সেহরি বিতরণের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, অনেক দিন যাবৎ ইচ্ছা ছিলো এমন কিছু করার কিন্তু সামর্থ হচ্ছিলো না, তাই আজ দিলাম। অনেক দিন যাবৎ মনে হচ্ছিলো যে অনেকে হয়ত না খেয়েও রোজা রাখছে, বিষয়টি আমাকে খুব পীড়া দিচ্ছিলো। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা বড় করে ইফতার পার্টি করার থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, সেই থেকেই আমার এই আয়োজন। আমরা সংঘাত ঘৃণা নয় সম্প্রতিতে বিশ্বাসী। আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই, যার যার জায়গা থেকে যতটুকু করা যায়। আমি চাই পৃথিবীটা মানুষের হোক।
সেহরি বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি আহমেদ, সিএসই বিভাগের সাধারণ সম্পাদক কামরান শরাফিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসআই/
মন্তব্য করুন