এডুকেশন টাইমস
৩ নভেম্বর ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়েছে। সকাল ১০টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিট (মানবিক) এবং ‘সি’ ইউনিট (বাণিজ্য) বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠান হয়। এর আগে সকলেই বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে প্রতিটি ডিপার্টমেন্টের টেন্ট থেকে তাদের প্রয়োজনীয় সকল কীট সংগ্রহ করেন।

অনুষ্ঠানের প্রথমেই জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তিলওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব আবু সাঈদ আরেফিন খান। তিনি তার স্বাগত বক্তব্যে ভর্তি পরীক্ষার বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় উপস্থাপন করা হয়।

ডকুমেন্টারি উপস্থাপনের পর নবীন শিক্ষার্থীদের মধ্যে হতে বক্তব্য প্রদান করেন। প্রথম সেশনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রেদওয়ানুল হক মারুফ ও হৃদি দাস ও দ্বিতীয় সেশনে ব্যবসায় প্রশাসন বিভাগের শেখ নাজিয়া রহমান ও শাহাদাত হোসেন বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের আবেগঘন কথার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে একটি র‌্যাগিংমুক্ত ও দলীয় রাজনীতির প্রভাবমুক্ত হিসেবে দেখতে চান। আগামীদিনে বিশ্ববিদদ্যালয়ের নতুন নতুন অর্জনের অংশীদার হতে চান তারা।

নবীন শিক্ষার্থীদের বক্তব্যের পর শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করতে সচেতনতামূলক আলোচনা নিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব। এরপর প্রতিটি অনুষদের ডিনবৃন্দ ও প্রশাসনিক প্রধান তাদের অধিভুক্ত বিভাগ ও দপ্তরগুলোকে শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন।

নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কাজে লাগিয়ে সামনের দিকো এগিয়ে যেতে হবে। পড়ালেখা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না, এমনকি সিগারেট না খেতেও নির্দেশনা দেন শিক্ষার্থীদেরকে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, “এখন থেকে তোমাদেরকে ৩ ধরনের ডিসিপ্লিন মেনে গ্রাজুয়েশন শেষ করতে হবে তা হলো- অ্যাকাডেমিক ডিসিপ্লিন, আর্থিক ডিসিপ্লিন ও প্রক্টরিয়াল ডিসিপ্লিন। এসব নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষার্থীদের চলতে ও যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

জুলাই বিপ্লবে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, “টিলা বেষ্টিত সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণা মঙ্গল হোক। বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার জায়গা। সেই মুক্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে যে-রকম মানুষ দরকার আমরা সেরকম মানুষ তৈরি করতে চাই।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নবীনবরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

 

এএকে/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১০

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১১

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১২

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৩

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৪

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৫

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৬

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৭

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

১৮

১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন জাবি শিক্ষার্থীরা

১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫৫ কর্মী, আবেদন অনলাইনে

২০