জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিহত ছাত্রদল নেতা শহীদ হাবিবুর রহমান কবিরের স্মরণে নির্মিত স্মৃতিফলক সংস্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। পরে কবিরের স্মরণে নির্মিত স্মৃতিফলক পরিষ্কার করেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন ও সার্বিক মানোন্নয়নের কোনো বিকল্প নেই। গণবান্ধব বাংলাদেশ বিনির্মাণে জাবির নতুন প্রশাসনকে সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন ও মানোন্নয়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ সময়ের আলোকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছে। এ লক্ষ্যে আমরা এখন ১৯৮৯ সালে শিবিরের হাতে নিহত শহীদ হাবিবুর রহমান কবিরের নামে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার সংলগ্ন এলাকায় যে সরণিটি ছিল তা আওয়ামী দুষ্কৃতকারীরা ভেঙ্গে দেয়। আমরা জাবি ছাত্রদলের পক্ষ থেকে আপনার কাছে সবিনয়ে দাবি জানাচ্ছি, আপনি অনতিবিলম্বে তার সংস্কার করার জন্য যথাযথ ব্যবস্থা করবেন।
এ বিষয়ে ছাত্রদল কর্মী মাহবুবুর রহমান মুরাদ বলেন, ১৯৮৯ সালে শিবিরের হাতে খুন হন তৎকালীন ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির। তখন তাঁর স্মৃতিকে অম্লান রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নতুন রেজিস্ট্রার সংলগ্ন এলাকায় কবির সরণি নামে স্মৃতিফলক করা হয়। কিন্তু আওয়ামী দুষ্কৃতকারীরা তাদের অবৈধ শাসনামলে এই স্মৃতিফলকটি ভেঙে ফেলে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সকল অন্যায় ও অবিচারের প্রতিবাদ করে আসছি, করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের এই অন্যতম স্মৃতিস্তম্ভটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি।
ছাত্রদল কর্মী আব্দুল গাফফার বলেন, কবির স্মরণী বিশ্ববিদ্যালয়ের আপামর সবার অহংকার। যারা অতীতে এই স্মৃতিফলকটি ভেঙ্গে ফেলেছে তাদেরকে ধিক্কার জানায়। কবির ভাইয়ের এই স্মৃতিফলক আমাদেরকে সামনের পথ চলার অনুপ্রেরণা যোগাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা নিশাত আব্দুল্লাহ, শরিফুল ইসলাম, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিক আহমেদ, হোসনি মোবারক, জাহিদ খান, সোলায়মান, মেহেদী, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম ও রোহান প্রমুখ।
এসআই/
মন্তব্য করুন