এডুকেশন টাইমস
৪ নভেম্বর ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরণ অনশনে ইবি চারুকলার শিক্ষার্থীরা

ছবি: এডুকেশন টাইমস

ইবি প্রতিনিধি: বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে আমরণ অনশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) বেলা ৯টায় থেকে অবস্থান কর্মসূচি নেয় শিক্ষার্থীরা। পরে দাবি পূরণ না হওয়ায় বিকাল ৩টা থেকে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

চারুকলার শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন কর্তৃক তাদের বিভাগের জন্য বরাদ্দকৃত কক্ষ পূর্ব থেকেই অন্যায়ভাবে দখল করে রেখেছে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জানান, গত ৮ অক্টোবর কলা অনুষদের ডিন স্বাক্ষরিত চিঠিতে রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলার কক্ষ বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে কাগজে-কলমে বরাদ্দ পেলেও কক্ষগুলো ব্যবহার করতে পারছে না বিভাগটি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চারুকলা বিভাগের জন্য বরাদ্দকৃত ওই কক্ষগুলো নিজেদের দখলে নিয়ে ব্যবহার শুরু করেছে। এ নিয়ে গত ২৩ অক্টোবর মানববন্ধনও করে বিভাগটি।

তারা আরো জানান, পরে গতকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগটি। ইতোমধ্যে কর্তৃপক্ষকে বিভিন্নভাবে জানিয়েও ফল না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আমরন অনশনের কর্মসূচি পালন করেন।

এর আগে একই শ্রেণিকক্ষ বরাদ্দকে কেন্দ্র করে পাল্টাপাল্টি আন্দোলন বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের শিক্ষার্থীরা। রোববার (৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বরাদ্দকৃত কক্ষসমূহ দখলমুক্ত করার দাবি জানিয়ে আন্দোলন করেছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১২টায় চারুকলা বিভাগের মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টা আন্দোলন করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন অবশ্যই যৌক্তিক। কর্তৃপক্ষ থেকে বরাদ্দকৃত কক্ষে ক্লাস করার সুযোগ দেওয়া উচিত। তারা আজ অনশনে গেছেন তার যেন আজ চলে যায় কাল উপাচার্য আশ্বাস করছেন সমাধান হবে। তবে বিশৃঙ্খল পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘বিগত উপাচার্যের সময় থেকেই তাঁর মৌখিক আশ্বাসে আমরা চতুর্থ তলার কক্ষগুলোতে ক্লাস করে আসছি। কিন্তু অক্টোবরের শুরুর দিকে প্রশাসন চারুকলা বিভাগের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে চতুর্থ তলায় ২৩টি কক্ষ বরাদ্দ দেন। আর আমাদের জন্য যে কক্ষ বরাদ্দ দিয়েছে তা খুবই অপ্রতুল। এখন চারুকলার শিক্ষার্থীরা দাবি করছে আমরা নাকি বলপ্রোয়গ করে, অন্যায়ভাবে এই কক্ষগুলো দখল করে আছি, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নাকি এ কক্ষগুলোতে ক্লাস করার অধিকার নেই। তাই বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য আমরা এ আন্দোলন করছি। কেননা প্রশাসন চারুকলার সুযোগ-সুবিধা দেখছে অথচ এর চেয়ে পুরনো বিভাগ হয়ে আমাদের দিকে তাকাচ্ছে না বরং প্রতিনিয়ত আমাদের সাথে বৈষম্য করে যাচ্ছে।’

জানা যায়, গত ৮ অক্টোবর চারুকলা বিভাগকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ২৩টি ও পঞ্চম তলায় ১টি কক্ষসহ ২৪টি কক্ষ বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে পঞ্চম তলায় ১৫টি ও ফোকলোর স্টাডিজ বিভাগকে একই তলার ১৭টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গত আগস্টে অনুষদীয় সভায় বিভাগগুলোর এসব কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। বলে জানা গেছে। তবে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে না গিয়ে পূর্বে থেকেই ব্যবহার করা চারুকলা বিভাগের নামে বরাদ্দকৃত কক্ষসমূহ ব্যবহার অব্যাহত রাখে। পরে বিজ্ঞপ্তি আকারে নির্দেশনা এলেও দখলকৃত কক্ষগুলো ছাড়তে নারাজ বিভাগ দুইটি। এ দিকে বরাদ্দকৃত কক্ষে ক্লাস করতে না পেরে গত ২৩ অক্টোবর মানববন্ধন করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে উপাচার্য অতি দ্রুত সমাধানের আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেন তারা।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আতিফা কাফি বলেন, ‘কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছেন তাই মেনে চলা উচিত।’

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ফতেহ আলী চৌধুরী বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জন্য বরাদ্দকৃত পঞ্চম তলার কক্ষগুলোতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। পরে অপেক্ষাকৃত পুরাতন বিভাগ হওয়া সত্ত্বেও কম কক্ষ বরাদ্দ দেওয়ার বিষয়টি তুলে শিক্ষার্থীরা বাধা দেয়। তারা আমাদের কথা শুনছে না।’

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘ছোট একটি সমস্যাকে বড় করে তোলা হচ্ছে। আমরা সবগুলো বিভাগের শিক্ষকদের সঙ্গে নিয়ে বসে কক্ষ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বরাদ্দকৃত কক্ষে না গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির সমাধান শিক্ষকদের হাতেই রয়েছে বলে আমি মনে করি। তারা শিক্ষার্থীদের বললে তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে যেতে শিক্ষার্থীরা বাধ্য। উপাচার্যের নির্দেশে বিষয়টি নিয়ে আমি ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতির সঙ্গেও আলাদাভাবে কথা বলেছি। তারপরও নির্দেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এখন কেউ যদি গায়ের জোরে নির্দেশ অমান্য করে, তাহলে আমাদের করার কী থাকে, আমরা তো আর পুলিশ প্রশাসন না। আমার মনে হয়, উপাচার্যকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য পরিকল্পিতভাবেই এসব করা হচ্ছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বর্তমান বাংলাদেশে দখলদারিত্বের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে অনুষদীয় ডিন ও চারুকলা বিভাগের সভাপতির উপস্থিত হলে আমরা আলোচনার মাধ্যমে অতিদ্রুত বিষয়টি মীমাংসা করবো।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১০

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১২

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৩

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৪

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৫

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৬

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৭

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৮

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

১৯

১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন জাবি শিক্ষার্থীরা

২০