ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হাফিজুর রহমান। আগামী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের স্থলাভিষিক্ত হয়েছেন
অধ্যাপক ড. হাফিজুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
অধ্যাপক হাফিজুর বলেন, ‘প্রথমেই আমি বিভাগের সেশন জট শুন্যে নামিয়ে আনার চেষ্টা করবো এবং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলবো যেন তারা স্নাতক শেষ করেই কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে। এছাড়া ছাত্র ও শিক্ষকদের মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণ, রিসার্চ ওরিয়েন্টেড ল্যাব ডেভেলপমেন্ট, ছাত্র ও শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতির ব্যবস্থা করা আমার পরিকল্পনার অংশ। ‘
উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এসএস/
মন্তব্য করুন