কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪ তম আবর্তনের নাঈম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন।
মঙ্গলবার (৫ নভেম্বর) উপদেষ্টা মন্ডলীর এবং সভাপতি নাঈম হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি : দিল্লুর রহমান সাদী, সজীব আহমেদ রিমন, মো: আলী আরাফাত সাফিসহ আরো ২২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহাবুর রহমান, তন্ময় সরকার, অর্জুন চন্দ্র বর্মনসহ আরো ৯জন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেইন, তালহা মুহাম্মদ ওমর, শাকিল সরকারসহ আরো ৭ জন, প্রচার সম্পাদক জাফর হাবীব, দপ্তর সম্পাদক কাজী মিরাজ, অর্থ সম্পাদক শাহরিয়ার আলম সাফল্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফা মল্লিকা। এছাড়াও কমিটিতে রয়েছে আরো অনেকে।
কমিটিতে আজীবন সদস্য হিসেবে আছেন, জাহেদুল ইসলাম, রবিউল হাসান রকি, মুমিন মোহাম্মদ, মাহমুদুন নবী, বিপুল চন্দ্র পাল, ফজলুল হক রাফি।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘প্রথমেই পূর্নাঙ্গ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার উপর অর্পিত সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকেই সভাপতি এবং উপদেষ্টা মন্ডলীদের পরামর্শ অনুযায়ি আজ এই পূর্নাঙ্গ কমিটি দেওয়া হল । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ আসলে শুধু একটা সংগঠন নয় এটা একটা পরিবার ও ভালোবাসার যায়গা। এই ভালোবাসার যায়গা থেকেই আমরা সবাই মিলে সংগঠন কে আরো মজবুত ভ্রাতৃত্বের বন্ধনে নিয়ে যাবো ইনশা আল্লাহ।’
এএকে/
মন্তব্য করুন