এডুকেশন টাইমস
১৬ নভেম্বর ২০২৪, ৯:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুবিতে দুই দিন ব্যাপি আইটি ফেস্টের সমাপ্তি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত আইটি ফেস্ট–২০২৪ সমাপ্ত হয়েছে। দুই দিন ব্যাপী এই ফেস্টের স্পন্সর ছিল আলবাইক রেস্তোরাঁ। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

দুই দিন ব্যাপী এই ফেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল পর্যায়ের প্রায় সাতশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলবাইক রেস্তোরাঁর কর্ণধার কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাজেদ পাটুয়ারী, সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক  ফয়সাল বিন আব্দুল আজীজ।

ফেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইটি ফেস্টটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী। ফেস্টের প্রথম দিনে আয়োজনের মধ্যে ছিল আইটি বিষয়ক বিতর্ক, দাবা, টাইপিং মাস্টার সহ মোট চারটি ইভেন্ট।

শুক্রবার দ্বিতীয় দিনের প্রোগ্রাম শুরু সকাল দশটায়। সমাপনী দিনে ডাটাথন, রোবো সকার, এবং ই-স্পোর্টস (PES) সহ আইসিটি অলিম্পিয়াডের মতো জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা।

প্রোগ্রাম শেষে সন্ধ্যায় পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী আইটি ফেস্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘পৃথিবীতে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে সভ্যতার যে অগ্রযাত্রা শুরু হয়েছে ইন্টারনেট তা এটাকে চরম উর্ধ্বসত্তায় নিয়ে গেছে। যে কারণে পৃথিবী আর কোনো কারণেই এখন স্থির থাকতে চাচ্ছে না। এর পিছনে উদ্ভাবনী শক্তি গুলো কাজে লাগছে। প্রযুক্তির এই আবিষ্কারগুলো আমাদের প্রয়োজন মেটাচ্ছে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে বাচ্চারা এসব কার্যক্রম অংশগ্রহণ করে নিজেদের শাণিত করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি অনেক ভালো ভালো প্রোগ্রামের আয়োজন করে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তার বলেন, ‘ছোট ছোট বাচ্চারা তাদের মেধার বিকাশ ঘটিয়ে সুন্দর প্রজেক্ট দাঁড় করিয়েছে। তাদের এই প্রজেক্ট গুলো আমাকে মুগ্ধ করেছে। এই ফেস্ট থেকে অঙ্গীকার করতে হবে যে আমরা সামনে আরও সুন্দর সুন্দর আবিষ্কার করে আমরা সুন্দর দেশ গড়ব।’

আইটি সোসাইটির সভাপতি শিহাব উদ্দিন হিমেল বলেন, ‘আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আশা করি, এই ফেস্ট শিক্ষার্থীদের আইটি দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তির প্রতি আগ্রহকে আরও গভীর করবে। এমন আয়োজন ভবিষ্যতে নিয়মিত হবে এবং বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।’

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১০

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

১১

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

১২

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

১৩

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

১৪

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

১৫

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

১৬

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

১৭

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১৮

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১৯

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

২০